Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্র নং

প্রদেয় সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির জন্য করণীয়

সেবা প্রদান কারীর করণীয়

কার্য্যসম্পাদনের সময়সীমা

বিনা মুল্যে বই বিতরণ

অভিভাবক/

শিক্ষার্থী

নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে সমত্মান কে যথাসময়ে ভর্তি করতে হবে।

বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বিতরণ করবেন। যথাযথ হিসাব সংরক্ষণ করবেন

ডিসেমবর মাসের শেষ সপ্তাহ।

এস,এম,সি/

পিটিএ গঠন/পুনগঠন

 

কেউ প্রার্থী হতে চাইলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে

নির্দেশনা ও নীতিমালা মোতাবেক কমিটি গঠন করা হবে ।

কমিটির মেয়াদ শেষের ৩ মাস পুর্বে উদ্যোগ নেয়া হয় ।

উপবৃত্তির তালিকা প্রণয়ন

শিক্ষক/ শিক্ষিকা

নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে সমত্মানকে ভর্তি করাতে হবে।

নীতিমালা মোতাবেক উপবৃত্তি প্রদান করা হয়।

প্রতি বছর মার্চ মাসে ।

বি,এড/এম,এড অন্যন্য প্রশিক্ষণ

শিক্ষক/ শিক্ষিকা

৩১ শে মার্চ এর মধ্যে উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করতে হবে।

আবেদনের পরিপ্রেক্ষিতে যথাসময়ে ব্যবস্থার উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়

১৫ই এপ্রিলের মধ্যে।

টাইমস্কেল এর আবেদন

শিক্ষক/ শিক্ষিকা কর্মচারী

যথাসময়ে আবেদন অন্যন্য কাগজাদি দাখিল করতে হবে ।

ডিপিসির মাধ্যমে মিটিং করে ব্যবসহা নেয়া হয়

৩০ দিনের মধ্যে

পদোন্নতি

শিক্ষক/ শিক্ষিকা

করনীয় নাই।

ডিপিসির সুপারিশ সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরনের ব্যবসহা নেয়া হয় ।

পদ শুন্য সাপেক্ষে ১৫ দিনের মধ্যে ।

ইবি ক্রস

শিক্ষক/ শিক্ষিকা কর্মচারী

যথাসময়ে আবেদন করতে হবে, আবেদনের সাথে বিগত ৩ বছরের এসিআর ও সার্ভিস বই দাখিল করতে হবে।

সুপারিশ সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়।

৭(সাত) দিনের মধে ।

পিআরএল/

পেনশন

শিক্ষক/ শিক্ষিকা

যথাসময়ে আবেদন সহ এসএসসি/স্কুল ত্যাগের সনদ, এলপিসি কপি, ১ম নিয়াগপত্র,চাকুরী বহি, ছুটি প্রাপ্তির সনদ দাখিল করতে হবে।

সুপারিশ সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়।

৭(সাত) দিনের মধ্যে ।

জিপিএফ অগ্রিম

শিক্ষক/ শিক্ষিকা

আবেদন সহ কাগজাদি দাখিল করতে হবে

           -

৩(তিন) কর্মদিবসের  মধ্যে।

১০

পরীক্ষার অনুমতি

শিক্ষক/ শিক্ষিকা

আবেদন সহ কাগজাদি দাখিল করতে হবে

               -

৩(তিন) কর্মদিবসের  মধ্যে ।