Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা শিক্ষা অফিস

ভূমিকা :

          জাতীয় উন্নয়নে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। আর দক্ষ মানব সম্পদ সৃষ্টির প্রথম শর্তই হল প্রাথমিক শিক্ষা। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার সকল কাজ সম্পন্ন করে উপজেলা শিক্ষা অফিস, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এ উপজেলা শিক্ষা অফিসটি নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ এর আওতাধীন ৫টি উপজেলা শিক্ষা অফিসের মধ্যে একটি ও অন্যতম।

অবস্থান :

এই উপজেলাটি নারায়ণগঞ্জ জেলার সর্বোত্তরে শীতলক্ষা নদীর দুই পাশে অবস্থিত। এটি নদীবিধৌত সমতল ভূমি। এ উপজেলার পশ্চিমে ঢাকা জেলার খিলগাঁও, বাড্ডা ও খিলখেত। পূর্বে অত্র জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও নরসিংদী জেলার সদর উপজেলা। উত্তরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও নরসিংদী জেলার পলাশ উপজেলা। দক্ষিণে অত্র জেলার সোনারগাঁ উপজেলা ও ঢাকার ডেমরা থানা অবস্থিত।

এই উপজেলাটি ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ও ঢাকা লাগোয়া উপশহর এলাকা। এই উপজেলাটি পূর্বাচল উপশহর ও জামদানী শাড়ীর জন্য বিখ্যাত। তাছাড়া ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে অবস্থিত মুড়াপাড়া কলেজ এই উপজেলায় একটি অন্যতম বৈশিষ্ট্য।

উপজেলা শিক্ষা অফিসটি উপজেলা কমপ্লেক্স ভবন -১ এর তৃতীয় তলায় অবস্থিত। এ অফিসের জন্য রয়েছে দুই ফ্লোরে মোট ৫টি কক্ষ।

এই উপজেলায় প্রতিটি বিদ্যালয়ের গড় ক্যাচমেন্ট এলাকার আয়তন ১৫৬ একর।

আর প্রতি ৪৬৯২ জন লোকের  জন্য রয়েছে একটি বিদ্যালয়।

মোট আয়তন                                 : ১৭৮০৩ ব. কি.

মোট সরকারি স্কুল                           : ১১৪+১ টি

একক স্কুলের জন্য ক্যাচমেন্ট এরিয়া      : ১৫৬ ব. কি.

মোট জন সংখ্যা                             : ৫,৩৪,৮৬৮

মোট সর: স্কুল সংখ্যা                       : ১১৪+১ টি

প্রতি স্কুলের জন্য গড় জনসংখ্যা           : ৪৬৯২

 

অত্র উপজেলায় ১০০ টি গ্রামে কোন বিদ্যালয় নাই।

মোট গ্রাম                                     : ২১৫ টি

বিদ্যালয় আছে এমন গ্রাম                  : ১১৫ টি

বিদ্যালয় বিহীন গ্রাম                        : ১০০ টি

বিদ্যালয় স্থাপন করার মত গ্রাম           : ৪ টি

 

এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত :

                     ১। প্রথম শিফট ১:২২ এবং

                     ২। দ্বিতীয় শিফট ১:২৬।

(ক) প্রথম শিফ্ট :

১। সরকারি প্রা: বি: শিক্ষার্থীর সংখ্যা     : ১৫৫৪৬

২। শিক্ষক সংখ্যা                           : ৭১৭

৩। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত          : ১:২২

(খ) দ্বিতীয় শিফ্ট :

১। সরকারি প্রা: বি: শিক্ষার্থীর সংখ্যা     : ১৮৬৬৫

২। শিক্ষক সংখ্যা                           : ৭১৭

৩। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত          : ১:২৬