Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

শিক্ষার সামগ্রিক অবস্থা :

          রূপগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার অপ্রগতি সন্তোষজনক। বিগত ২০১০ সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় পাশের হার ছিল ৯৬.৫৫%। ২০১১ সালে তা উন্নীত হয়ে ৯৭.১৬ % হয়েছে।  ২০১২ সালে  তা উন্নীত হয়ে ৯৮.৪৯ % এবং নারায়ণগঞ্জ জেলায় ১ম স্থান অধিকার করে। পিইডিপি-২ এবং পিইডিপি-৩ এর আওতায় বিদ্যালয়সমূহের ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়েছে। ২০১১ সালে  শিশু ভর্তির হার  ছিল ৯৯.৭১ %। ২০১২ সালে শিশু ভর্তির হার ছিল ১০০% এবং ২০১৩ সালে শিশু ভর্তির  হার ১০০ %। এধারা অব্যহত রাখার জন্য নিরন্তর প্রচেষ্ঠা করে যাচ্ছে রূপগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার। বছরের শুরুতে শতভাগ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন পাঠ্য বই তুলে দেয়া হচ্ছে।

তাছাড়াও শতভাগ স্কুল ICT তে স্বয়ংসম্পূর্ণ । বিদ্যালয়গুলোতে মাল্টিমিগিয়া প্রজেক্টর ব্যবহার করে ডিজিটাল কন্টেরে মাধ্যমে পাঠদান করা হয়ে থাকে।  শতভাগ স্কুলে বঙ্গবন্ধু বুক কর্নার এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি রয়েছে। ১০০ টি স্কুলে শহীদ মিনার স্থাপন হয়েছে। ৩৫ টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ডিজিটাল শ্রেণীকক্ষ রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষ শিক্ষকদের নিয়ে শক্তিশালী ICT ক্লাব গঠন করা হয়েছে। ২০২১ সাল থেকে শতভাগ শিক্ষকদের EFT এর  মাধ্যমে বেতন-ভাতা প্রদান করা হচ্ছে।